Thursday, November 26th, 2015




আগামীকাল নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারে বাসদের জনসভা

thumb-cat-basod-34118bbe38915ae5a2fe0ed9cbcb201c

প্রেস রিলিস ঃ বাসদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ বিপ্লবের ৯৮তম বার্র্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামীকাল ২৭ নভে¤^র শুক্রবার বিকাল ৩টায় চাষাড়াস্থ শহীদ মিনারে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাসদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। আরও বক্তব্য রাখবেন বাসদের কেন্দ্রিয় নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাসদ নারায়ণগঞ্জ জেলা সমš^য়ক নিখিল দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category