Wednesday, December 2nd, 2015




আওয়ামীলীগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত

pn_16537
বিশেষ প্রতিনিধ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সারা দেশে ২৩৪টি পৌরসভায় আসন্ন নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাত ৯টার দিকে গণভবনে আওয়ামী লীগের পৌর মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়। চূড়ান্ত তালিকায় ঢাকা বিভাগের পৌরসভাগুলোর মধ্যে সাভারে- আবদুল গণি, মুন্সীগঞ্জ সদরে- হাজী ফয়সাল আহমেদ বিপ্লব, মীরকাদিমে- শহীদুল ইসলাম শাহিন, মাদারীপুর সদরে- খালিদ হাসান ইয়াদ, শরীয়তপুরে আমিন কোতোয়াল, টাঙ্গাইল সদরে- জামিলুর রহমান মিরন, কালিহাতীতে- আনসার আলী, নেত্রকোণা সদরে- নজরুল ইসলাম খান, মোহনগঞ্জে- অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, মদনে- আবদুল হান্নান, কেন্দুয়ায়- আসাদুল হক ভূঁইয়া, দুর্গাপুরে- আবদুস সালাম, কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবুল হাসান, আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

 চট্টগ্রাম বিভাগের পৌরসভাগুলোর মধ্যে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মিরসরাইয়ে- নিজামউদ্দিন চৌধুরী, রাউজানে- দেবাশীষ পালিত, পটিয়ায়- হারুন অর রশিদ, সন্দ্বীপে- জাফরুল্লাহ, বাঁশখালীতে- সেলিমুল হক, সীতাকুণ্ডে নায়েক (অব.) শফিউর রহমান, রাঙ্গুনিয়ায় শাহজাহান শিকদার, সাতকানিয়ায় জুবায়ের আহমেদ, ফেনী সদরে- হাজী আলাউদ্দিন, কুমিল্লার বরুড়াতে- বাহারুজ্জামান, দাউদকান্দিতে নাইম ইউসুফ, চাঁদপুরের কচুয়ায় নাজমুল হাসান স্বপন, ফরিদগঞ্জে জিল্লুর রহমান, চৌদ্দগ্রামে মিজানুর রহমান, হোমনায় নজরুল ইসলাম, হাজীগঞ্জে মাহবুবুল আলম লিপন।
 খুলনা বিভাগে- মেহেরপুরের গাংনী পৌরসভায় আহমেদ আলী, কুষ্টিয়া সদরে আনোয়ার আলী, ঝিনাইদহের কোটচাঁদপুরে শহীদুজ্জামান মনোনয়ন পেয়েছেন।
 বরিশাল বিভাগর পৌরসভাগুলোর মধ্যে- বরিশালের বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, উজিরপুরে হারিস, বেতাগীতে গোলাম কবির, পিরোজপুর সদরে হাবিবুর রহমান মালেক, বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল, গৌরনদীতে হারিছুর রহমান ও তারাবো পৌরসভায় হাসিনা গাজী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
 সিলেট বিভাগের- সুনামগঞ্জ সদর পৌরসভায় আইয়ুব ইসলাম জগলুল, জগন্নাথপুরে আবদুল মান্নান, ছাতকে আবুল কালাম চৌধুরী, দিরাইতে মোশাররফ মিয়া, মৌলভীবাজার সদরে ফজলুর রহমান, কুলাউড়ায় শাহ আলম ইউনুস, বড়লেখায় আবু ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জে জুয়েল আহমেদ, হবিগঞ্জ সদরে আতাউর রহমান সেলিম, নবীগঞ্জে অধ্যাপক তোফাজ্জল ইসলাম, চুনারুঘাটে সাইফুল ইসলাম, মাধবপুরে হীরেন্দ্র নাথ সাহা, শায়েস্তাগঞ্জে ছালেক মিয়া, জকিগঞ্জে হাজী মো. খলিল উদ্দিন, সিলেটের গোলাপগঞ্জে সৈয়দ মেজবাহ উদ্দিন।
 রংপুর বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন- পঞ্চগড় সদরে জাকিয়া আক্তার, ঠাকুরগাঁও সদরে তাহমিনা মোল্লা, পীরগঞ্জে তরিকুল মিয়া, রাণীশংকৈলে আলমগীর হোসেন, বীরগঞ্জে মোশাররফ হোসেন বাবলু, বিরামপুরে আক্কাছ আলী, হাকিমপুরে জামিল হোসেন চলন্ত, সৈয়দপুরে সাখাওয়াত হোসেন খোকন, জলঢাকায় আবদুল ওয়াহেদ বাহাদুর, গাইবান্ধা সদরে শাহ মাসুদ, গোবিন্দগঞ্জে আতাউর রহমান, সুন্দরগঞ্জে আবদুল্লাহ আল মামুন, কুড়িগ্রামে আবদুল জলিল, নাগেশ্বরীতে মোহাম্মদ হোসেন ফাকু, উলিপুরে আব্দুল হামিদ, লালমনিরহাট সদরে রিয়াজুল ইসলাম মন্টু, পাটগ্রামে শমসের আলী, নীলফামারী সদরে আকতার হোসেন খোকন ও জলঢাকায় বাহাদুর।
 রাজশাহী বিভাগে- বগুড়া সদরে রেজাউল করিম মন্টু, শিবগঞ্জে মানিক, সিরাজগঞ্জ সদরে মুক্তা সিরাজী, নন্দীগ্রামে রফিকুল ইসলাম পিন্টু, ভাঙ্গুড়ায় গোলাম আহসান রাসেল, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সরকার, সুজানগরে আবদুল ওহাব, রাজশাহীর চারঘাটে নার্গিস খাতুন, তানোরে ইমরুল হক চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category