Monday, November 16th, 2015




অ্যানিমেশন চলচ্চিত্রে শুভ-নুসরাত

Screenshot_1110

সারাবিশ্বে অ্যানিমেশন ছবির বেশ কদর রয়েছে। আর বর্তমানের মেধাবী তরুণদের অ্যানিমেশন ছবির প্রতি আগ্রহ রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশকে এগিয়ে নিতে এবার জাজ মাল্টিমিডিয়া শুরু করেছে অ্যানিমেশন ছবির কাজ। ছবির নাম ‘ডিকেটডিভ’। এ ছবিতে কোনো তারকাকে দেখা না গেলেও বাংলাদেশের জনপ্রিয় তারকাদের কণ্ঠ শুনতে পাবেন দর্শক। বিদেশী সব অ্যানিমেটেড চলচ্চিত্রে কণ্ঠ দিয়ে থাকেন তারকারা। তারই ধারাবাহিকতায় ‘ডিকেটডিভ’ চলচ্চিত্রে কণ্ঠ দিবেন অভিনেতা শুভ ও অভিনেতা নুসরাত ফারিয়া।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ অবলম্বনে এই অ্যানিমেশন ছবি তৈরি করা হচ্ছে। এটি পরিচালনা, সম্পাদনা ও অ্যানিমেশন করছেন তপন আহমেদ।

ছবিটির মহিমচন্দ্র চরিত্রে শুভ ও শৈলবালা চরিত্রে ফারিয়া ডাবিং করছেন। এ ছাড়া বড়বাবু চরিত্রে আলীরাজ ও মন্মথ চরিত্রে শাহ রিয়াজের কণ্ঠ শোনা যাবে। ‘ডিটেকটিভ’ মুক্তি পাবে ২০১৬ সালের জানুয়ারিতে।

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ বলেন, ‘সারা বিশ্বে অ্যানিমেশন চলচ্চিত্রে কণ্ঠ দিয়ে থাকেন নামিদামি তারকারা। আমরাও ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশের তারকাদের দিয়ে ছবির ডাবিং করানো হবে। এরই ধারাবাহিকতায় সময়ের জনপ্রিয় নায়ক শুভ, নায়িকা নুসরাত ফারিয়া, নায়ক শাহ রিয়াজ এবং শক্তিমান অভিনেতা আলীরাজকে আমরা নিয়েছি। পুরো চলচ্চিত্রের সবগুলো চরিত্রের ভয়েজ আমরা প্রতিষ্ঠিত শিল্পীদের অংশগ্রহণে সম্পন্ন করতে চাই।’

এ বিষয়ে চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, ‘যখনই আমি শুনেছি যে এই ছবির জন্য পরিচিত শিল্পীদের দিয়ে ডাবিং করানো হবে, তখনই আমার ইচ্ছা ছিল যে আমার ভয়েচ এই ছবিতে যাক। আমাকে যখন অফার করা হলো তখন কোনো কথা না বাড়িয়ে আমি চুক্তি করি। আমি বিষয়টি খুবই উপভোগ করেছি। আশা করি শিশুদের জন্য ভালো একটি প্রচেষ্টা হিসেবে স্বীকৃতি পাবে এটি। বড়দেরও ভালো লাগবে ছবিটি।’

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন তারিক আনাম খান। এরই মধ্যে ছবির নির্মাণকাজ সিংহভাগ শেষ হয়েছে। ডাবিংয়ের কাজ বাকি রয়েছে, যা কিছুদিনের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category