Wednesday, September 10th, 2025




নারায়ণগঞ্জের ডিবির অভিযানে ককটেলসহ সুমন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিদিন  :

নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে দেশের বর্তমান পরিস্থিতিকে আরোও অবনতি করার লক্ষ্যে নাশকতার পরিকল্পনা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেফতার করতে অভিযানে নামে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ।

এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী ঢাকা জেলা ডিএমপির কদমতলী থানাধীন চেয়ারম্যানবাড়ী রসুলবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে অভিযান চালিয়ে ১২ টি ককটেলসহ মোঃ নাজমুল হাসান সুমন (ওরফে) সুজন খান (২৭) নামের এক নাশকতা পরিকল্পনা কারীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত এই নাশকতা পরিকল্পনাকারী সুজন খানবফরিদপুর জেলার শালথা থানাধীন গুরদী ৬ নং ওয়ার্ডের আটঘর এলাকার স্থানীয় বাসিন্দা, আব্দুর রশিদ খানের ছেলে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত সুজনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার পরিকল্পনা করছিলো এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনবল সরবরাহের তথ্যও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারকৃত সুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ ও নাশকতা পরিকল্পনায় অভিযুক্ত করে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করতেও কদমতলী থানা, ডিএমপির নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিবি কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর...