নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : অবৈধ সম্পদ অনুসন্ধানে নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পিতবার সকালে দুদকের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক শামশুল আরেফিন।
সোমবার নূর হোসেনের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারের মাধ্যমে নূর হোসেনকে নোটিশ পাঠানো হয়। তার বাড়িতে আরেকটি নোটিশ দিয়ে স্ত্রীর সম্পদের হিসাবও চাওয়া হয়েছে। নূর হোসেনের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আছে। ২০১৪ সালে নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনার পর কলকাতা পালিয়ে যান নূর হোসেন। সম্প্রতি তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
Leave a Reply