নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুণ লেগে একই পরিবারের ৮ জন সহ ১০ জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে হিরাঝিল এলাকার মুড়ি ফ্যাক্টরীর গলির জাকির খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, হাসান মিয়া (৩৭), সালমা বেগম (৩০), মুনতাহা আক্তার (১১), জান্নাত বেগম(৪), রাইয়ান মিয়া (৪ মাস), আসমা আক্তার (৩৫), তিসা বেগম (১৬), আরাফাত মিয়া (১৩),ও তাহেরা বেগম। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনষ্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুণে অধিকাংশের শরীর পুড়ে মাংস ঝুলে পড়েছে। সংবাদ পেয়ে আদমজী ও কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply