Sunday, August 17th, 2025




সিদ্ধিরগঞ্জে কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিদিন  : :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়,  সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ মনির হোসেন সঙ্গীয় পুরুষ ও নারী ফোর্সসহ ১৬/০৮/২০২৫ তারিখে ১৮.৪৫ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক ইউটার্নে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগং রোডস্থ মুক্তিনগর জনৈক আশরাফ উদ্দীনের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করেন। আটককৃত উক্ত দুজনকে জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম ঠিকানা জানায়, আমির (৪১), পিতা-মোরশেদ মিয়া, মাতা-জোবেদা খাতুন, সাং-শাহবাজপুর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, বর্তমান সাং-মুক্তিনগর (তসলিম সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। জান্নাত (১৯), পিতা-হান্নান, সাং-চন্নাইল, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-মুক্তিনগর (আশরাফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ বলে জানায়। অতঃপর আটককৃত মাদক ব্যবসায়ী আমির (৪১) এর দখল থেকে ০১(এক) কেজি গাঁজা ও আটককৃত মাদক ব্যবসায়ী জান্নাত (১৯) এর দখল থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category