Tuesday, November 17th, 2015




আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

মোঃ বাদল আহম্মেদ আড়াইহাজার নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জআড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ(৩৫) নামক এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জালাকান্দি এলাকার বুনা ফাইট নিটিং কারখানায় এই ঘটনা ঘটে। কারখানার সিফট ইনচার্জ রাজীব জানায়, দুপুরে গাড়ী থেকে মালামাল আনলোড করার সময় ছড়িয়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে হানিফ এবং কাইয়ুম নামক দুই শ্রমিক আহত হয়। পরে তাদের আড়াইহাজার সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হানিফকে মৃত ঘোষনা করে। কারখানার শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎতের তারগুলো এলোমেলো ভাবে পড়ে থাকার বিষয়টি কারখানার কর্তৃপক্ষকে জানালেও তারা তার কোন ব্যবস্থা নেয় নি। নিহত শ্রমিক হানিফের বাড়ী রংপুর বলে জানা যায়। এ ব্যাপারে কারখানার মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। আড়াইহাজার থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাখোয়াত হোসেন জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category