স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের আদমজীনগরস্থ র্যাব’১১ এর একটি দল লেঃ কমান্ডার মোঃ গোলজার হোসেন এর নেতৃত্বে মনছুর হোসেন (২৭) নামে এক চাঁদাবাজকে আটক করেছে।আটক চাঁদাবাজ ভোলা জেলার লালমোহন থানার চর সখিনা গ্রামের মৃত নুরুল আলমের ছেলে ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুরে হাজী সাহেবের বাড়ির ভাড়াটিয়া। বুধবার দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস রিলিসে এ তথ্য জানা যায়।
প্রেস রিলিসে উল্লেখ করা হয়েছে, আটক মনছুর ও তার সহযোগীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলার সোনারগাঁ থানাধীন কাচপুর সোনালী মার্কেটের “দাদা ট্রেডার্স” নামক দোকানে চাঁদাবাজির সময় তাকে মঙ্গলবার সন্ধ্যায় হাতেনাতে আটক করে। আটকের পর তার কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে সংগৃহিত ১হাজার ৪’শ ৩৫টাকা ও চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত ২টি মোবাইল সেট জব্দ করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপর চাঁদাবাজ আনোয়ার হোসেন পালিয়ে যায়।
Leave a Reply