Monday, November 16th, 2015




ভালোবেসে শ্যাম আর কুল দুই হারালেন সুজান!

198

অর্জুনের সঙ্গে ঘর বাঁধতেই হৃতিককে ছেড়েছেন সুজান। না মুখে এ-সম্পর্কের কথা স্বীকার করেনি কেউই। কিন্তু টিনসেলের মুখে মুখে চলছে সুজান-অর্জুনেরই প্রেমের কথা। তবে এই দিওয়ালিতে সুজান গসিপের কাঁটা জীবন থেকে সরিয়ে দিলেন নায়ক। ট্যুইটারে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট। আর মুখ বন্দ করে দিল অনেকের। এই দিওয়ালিতে ঘর থেকে দূরে শিলংয়ে “রক অন টু’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অর্জুন। কিন্তু পরিবার ছাড়া দিওয়ালির বড় ফাঁকা। তাই শিলংয়ের ‘রক অন’ সেটেই মেয়েদের নিয়ে অর্জুনের সঙ্গে দিওয়ালির মজা নিলেন মেহর। আর সেই ছবিই পোস্ট করেছেন অর্জুন। তবে নিন্দুকদের মুখ কি আটকানো যায়। তাঁরা বলছেন এইসবই নাকি দেখানো। তাছাড়া কিছুদিন আগেই তো সুজানের জন্মদিন উপলক্ষে শিলংয়ে শুটিংয়ে ব্যস্ত নায়ক সব ফেলে মুম্বই ছুটে এসেছিলেন তাঁর কাছে। বার্থ ডে গার্লকে খুশি করতে সঠিক সময়েই পার্টিতে পৌঁছায় অর্জুন৷ বলিঅন্দরের খবর, অর্জুনের এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তি দেখা দিয়েছে অর্জুন ও মেহের জেসিয়ার বৈবাহিক সম্পর্কেও৷যদিও অর্জুন এখনও বলে চলেছেন, ‘আমি আর মেহের সুখি দম্পতি৷’ কিন্তু সে যে স্রেফ কথার কথা তা বরবার প্রমাণ হয়ে যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category