Monday, November 16th, 2015




বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচিতি সভা

021

রূপগঞ্জ করেসপন্ডেন্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের রূপগঞ্জ থানা শাখার নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভূঁইয়া।

 

বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের রূপগঞ্জ শাখার উপদেষ্টা আজাহার আলী ভূঁইয়া, ডা. বশিরউদ্দিন বাচ্চু, মনির হোসেন মনু, সহসভাপতি আনোয়ার হোসেন, আব্দুর রহিম, এম.এ মোমেন, আলী ওসমান, মানবকণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ মোল্লা, শামীমা আক্তার ঝুনু, জোসনা আক্তার বেবী, সাংবাদিক জায়েদ হোসেন খন্দকার প্রমুখ। সভায় বক্তারা বলেন, রূপগঞ্জে বাল্য বিয়ে বন্ধ, মাদক নির্মূল ও পারিবারিক কলহ বন্ধে সর্বদা বাংলাদেশ মানবাধিকার কমিশন কাজ করছে। উপজেলা প্রশাসনকেও সার্বিকভাবে সহযোগিতা করছেন সংগঠনটি।

 

এদিকে গত এক সপ্তাহে বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ শাখার উদ্যোগে এলাকার দুটি ভেঙে যাওয়ার সংসার বিচার শালিসের মাধ্যমে সমাধান করেছেন।

Comments are closed.

More News Of This Category