নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : শীতলক্ষ্যায় যাত্রীবাহি ট্রলারের সাথে মালবাহী ট্রলারের সংর্ঘষে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ আহত হয়েছে অন্তত ১৫ জন এবং নিখোজ রয়েছে ২ জন। এছাড়া নিখোঁজ রয়েছে ২জন। বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরীর বরফকল ঘাট সংগল নদীর মাঝামাঝি এ ঘটনা ঘটে। এ সময় মালবাহী ট্রলারের চালকসহ ট্রলারটি আটক করে স্থানীয়রা।
ঘঁনার প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক জনকে উদ্ধার করে খাঁনপুরের ৩‘শ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় আহতরা হলো মো: স্বপন হোসেন (৪০), মো: সুমন আহম্মেদ (৩০), মো: মারুফ (২৮), মিমি (২৪) ও খাদিজা আক্তার (১)। তাৎক্ষণিক বাকীদের নাম পরিচয় জানা যায়নি। শিশু খাদিজা আক্তারের স্বজনদের দাবি তার পিতা মোহাম্মদ মুসারফ একই ট্রলারে ছিল। তার সন্ধান এখনো মিলেনি।
৩০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকলকেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসক নিতে আসা ঐ ট্রলারের যাত্রী মো: সুমন আহম্মেদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, বরফকল ঘাট থেকে নবীগঞ্জ ঘাটে যাওয়ার পথে মাঝ নদীতে গাছবাহী ট্রলারটি আমাদের ট্রলাটিকে ধাক্কা দেয়। ট্রলারটি ডুবে যায়। এ সময় তিনি মাঝ নদীতে রাখা আকিজ সিমেন্টের জাহাজ গুলোকে দায়ি করে বলেন, জাহাজ গুলো এলোমেলো ভাবে রাখায় উভয় ট্রলার চালক দেখতে না পাওয়া এ দুর্ঘটনা ঘটেছে।
গাছবাহী ট্রলারের চালক মোঃ লোকমান বলেন, যাওয়ার সময় হঠাৎ আচম্কা ধাক্কা লাগে এবং ট্রলার ডুবির ঘটনা ঘটে।
নৌ-পুলিশ কর্মকর্তা আবু তাহের খাঁন বলেন, এ পর্যন্ত (সন্ধ্যা ৬টা) অনেকেই সুস্থ্য উদ্ধার করা হয়েছে। তবে আরো ২ জনের খোঁজে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রলারের চালককে আমাদের কাছে সোর্পদ করেছে।
Leave a Reply