Monday, November 16th, 2015




নগ্ন হয়ে শরীরে রক্ত মেখে যা করলেন লেডি গাগা

image_290792.8888

প্যারিসে ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়েছে কনসার্ট হল, কয়েকটি বার ও রেস্তোরাঁয়। নারকীয় এ তাণ্ডবে নিহত হয়েছে ১২৯ জন, আহত ৩০০। অবস্থা গুরুতর ৮০ জনের। গত শুক্রবার রাতে প্রায় কাছাকাছি সময়ে ছয় দফা হামলা চালায় আইএস। দম্ভভরে দায়ও স্বীকার করে নিয়েছে তারা। এই হামলার প্রতিবাদে ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে প্রতিবাদ চলছে।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ‘টেম্পোরারি প্রোফাইল পিকচার’ ফ্রান্সের পতাকার রঙে পরিবর্তন করে চলছে প্রতিবাদ। লেডিগাগাও শামিল হয়েছেন এই প্রতিবাদে। তবে তাঁর প্রতিবাদের মাত্রাটা ভিন্ন। সম্পুর্ণ শরীরে শুধু নিম্নাংশে নেট জাতীয় কাপড় রেখে নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন। এ সময় তাঁর শরীরে ছিল রক্ত ও ঠোঁটে ছিল সিগারেট। যদিও খুব দ্রুতই লেডিগাগা ছবিটি সরিয়ে নেন। ততক্ষণে বিশ্বজুড়ে লেডিগাগার এহেন কাণ্ডের ছবি ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category