বিশেষ প্রতিবেদন,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : আমার পূর্ব পুরুষেরা ধর্ম প্রচারের জন্য আরব দেশ থেকে বহু বছর আগে বাংলাদেশে আসেন । পূর্ব পুরুষ শাহ্ সৈয়দ বোরহানউদ্দিন (রা:) ধর্ম প্রচারের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসতি স্থাপন করেন । সোনারগাঁ উপজেলার ঐতীহ্যবাহী ভ্রমপুত্র নদীর তীরে ওনার নামানুসারে গ্রামের নাম করন হয় বোরহানদি। সেই বোরহানদি থেকে নাম করন হয় বরুমদি। তাঁর বংশের বর্তমান জামপুর ইউপি চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ হানিফ । তাঁর পিতার নাম হলো মৃত. শাহ্ মোহাম্মদ দাউদুর রহমান এবং পিতামহ মৃত. শাহ আবদুল মান্নান । চেয়ারম্যানের বড়বাবা শাহ্ মোহাম্মদ ফৈজউদ্দিনের পিতা হযরত বিসমিল্লা শাহ্ (ফরিদপুরি)। তাঁর মাজার ফরিদপুরে এবং ফৈজউদ্দিনের চাচা শাহ্ কবিরউদ্দিনের মাজার হলো ঢাকা জেলার উত্তরার দক্ষিন খানে । এভাবেই তাঁরা বংশ পরমপরায় ইসলাম ধর্ম প্রচার করে গেছেন । এই শাহ্ বংশের পুরুষরা সব সময় সাধারন মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন । এই উত্তরাধীকারী বর্তমান সোনারগাঁ উপজেলাধীন জামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ হানিফ তার বংশের মর্যাদা রক্ষা করার জন্য াাপ্রান চেষ্টা করে যাচ্ছেন । তিনি ১৯৫৩ সালের ২২ শে ফেব্রুয়ারী মাসে তার নানার বাড়ি পাকুন্দা গ্রামে জন্মগ্রহন করেন । তিনি অত্যান্ত ধার্মীক,সভ্রান্ত ও শিক্ষিতপরিবারে সন্তান । ফলে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই নিজেকে বিলিয়ে দিয়েছেন এই এলাকার সাধারন মানুয়ের জন্য । তার প্রীয় ব্যাক্তিত্ব জানতে চাইলে তিনি বলেন,আমার জীবনে দেখা সবচেয়ে উত্তম পুরুষ হলো জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান । প্রীয় মানুষ হযরত বিসমিল্লা শাহ্ (ফরিদপুরি) ও শাহ্ কবিরউদ্দিন । হানিফ চেয়ারম্যানের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি বলেন,কর্মি পূর্ব পাকিস্তান ছাত্রলীগ,কর্মি স্বাধীনবাংলা ছাত্র পরিষদ। তাছাড়া চেয়ারম্যান হিসেবে পেয়েছেন ২০১৩ সালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট থেকে পেয়েছেন শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরুস্কার সহ স্থানীয়দের পক্ষ অনেক সম্মাননা।
Leave a Reply