Wednesday, October 1st, 2025




র‌্যাব তৎপর রয়েছে : র‌্যাব মহাপরিচালক

নারায়নগঞ্জ প্রতিদিন  :

র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, সারাদেশে ৩৩ হাজার পূজা মন্ডপের মধ্যে ৪৯টি পূজা মন্ডপে দুষ্কৃতিকারীরা বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা করেছে। জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, ধর্মীয় সংস্কৃতিতে বাধা সৃষ্টি কারীদের আইনের আওতায় আনতে র‌্যাব তৎপর রয়েছে। সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের লোকেদের বাংলাদেশ। সকলে সমান অধিকার নিয়ে যার যার ধর্মের অনুষ্ঠান পালন করবো। এতে একে অপরের সহায়তা করবে। বিকেলে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরির্দশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, র‌্যাব ১১ এর অধিনায়ক লেঃ কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার জসিম উদ্দিন, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর...