Tuesday, November 17th, 2015




হকার্স মার্কেট প্রয়াত নেতা গোলাম সারোয়ারের মাগফেরাত কামনায়

নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের চাষাড়ার হকার্স মার্কেটে প্রয়াত আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ারের বিদেহী আতœার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় সিটি হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমিতি ও কমিটির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় হকার্স মার্কেটের সভাপতি খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ সভাপতি জাকিরুল আলম হেলাল, মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক নাদিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, তৈমূর প্রধান, নামিদ শেখ, মফিজুল ইসলাম, হাজী মনির, খোকন, শাহিন প্রমূখ।
জাকিরুল আলম হেলাল তার বক্তব্যে বলেন, বাবার মৃত্যুর পর ভাবতাম বাবা যদি আর কয়েক বছর বেঁচে থাকত। তেমনি আজ ও মনে হয় আমার ভাই গোলাম সারোয়ার যদি আরো কয়েক বছর বেঁচে থাকত তাহলে আমাদের মাথার ছায়া হয়ে থাকত। আমার বড় ভাই গোলাম সারোয়ার আমাকে জননেতা একেএম শামীম ওসমানের হাতে তুলে দিয়েছিলেন। সেদিন থেকে আমরা শামীম ভাইয়ের নেতৃত্বে আওয়ামীলীগের রাজনীতি করছি। যতদিন বেঁচে থাকবো শামীম ভাইয়ের নেতৃত্বে মানুষের সেবা করে যাবো। আমি শুনেছি সোহেল নামে এক সন্ত্রাসী এই হকার্স মার্কেটে সন্ত্রাসী কর্মকান্ড করে বেঁড়াচ্ছে। আমি বলে দিতে চাই আপনারা আমাকে এই হকার্স মার্কেটের প্রধান উপদেষ্টা বানিয়েছেন আমি এই মার্কেটে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড করতে দিবো না। আমি তাদের হুসিয়ারী করে দিতে চাই এই মার্কেটের কোন প্রকার ক্ষতি করতে চাইলে আমি তাদের ছেড়ে দেবো না। সর্বশেষে আপনারা আমার বড় ভাই গোলাম সারোয়ারের জন্য দোয়া করবেন তিনি যাতে জন্নাতবাসী হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category