সোনারগাঁ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নে পাঁচানী গ্রামে সোমবার সন্ধ্যার দিকে কুলসুম(২৩) নামে এক গৃহবধুকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাশুরী, ননদ ও দেবর পিটিয়ে আহত করে। এ সময় গৃহবধুর বাপের বাড়ির লোকজন খবর পেয়ে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
এলাকাবাসী জানান, নীলকান্দা গ্রামের মোঃ আলী হোসেনের মেয়ের সাথে একই ইউনিয়নের পাঁচানী গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলের সাথে আট বছর আগে শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই গৃহবধুর শাশুরী, ননদ আমেনা ও দেবর কাউয়ুম তুচ্ছ ঘটনা নিয়ে মারধর করত। সোমবার দুপুরে তাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এ ঝগড়ার জের ধরে শাশুরী, ননদ ও দেবর তিনজনে মিলে গৃহবধূ কুলসুমকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় স্থানীয় মাতবর গোলজার হোসেন প্রভাব খাটিয়ে গৃহবধু কুলসুমের হত্যার সুষ্ট বিচার করবে আশ্বাস দিলে স্বজনরা হত্যার ব্যাপারে থানায় কোন অভিযোগ দিতে সাহস পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। নিহত কুলসুমের পাঁচানী গ্রামের ফারুকের স্ত্রী।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের পিপিএম জানান, গৃহবধু হত্যার ঘটনায় থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply