নিজস্ব সংবাদদাতা : ছিনতাইকারীর কবলে পড়া দু,পরিবহন শ্রমিককে সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানেলপাড় মুড়ি কারখানার সামন থেকে হাত পা বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।গতকাল বুধবার ভোরে পথচারীরা তাদের হাসপাতালে নিয়ে যায়।তারা হলেন,গাজীপুর জেলার টঙ্গী এলাকার ইভারওয়ে কারখানার সূতা বহনকারী কভার্ডভ্যানের (ঢাকা-মেট্রো-ইউ-১১-১৮৭০) চালক মোঃ আবদুল মান্নান(৫৫) ও হেলপার আবুল (৩০)।চালক মান্নান বাঘেরহাট জেলা সদরের কায়েতপাড়া যাত্রাপুর এলাকার মিছির আলীর ছেলে। হেলপার আবুল সোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরখালী গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
জানা গেছে,এশিয়া হাইওয়ে সড়ক দিয়ে চালক হেলার সূতাভর্তি ওই কভার্ডভ্যান নিয়ে আসার পরে সোনারগায়ের নোয়াপাড়া ও বন্দর থানার মদনপুরের মাঝামাঝি স্থানে পৌঁছলে মাঝ রাতে ছিনতাইকারীর কবলে পড়ে।ছিনতাইকারীরা কাভার্ডভ্যানটি ছিনিয়ে নিয়ে চালক মান্নান ও হেলপার আবুলকে আরেকটি গাড়ীতে উঠিয়ে হাত পা বেঁধে চেতনাশক দ্রব্য দিয়ে অজ্ঞান করে ফেলে।পরে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক ক্যানেলপাড় মুড়ি কারখানার সামনে অচেতন অবস্থায় ফেলে দিয়ে ছিনতাইকারীরা চলে যায়।
Leave a Reply