সোনারগাঁ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। ডাকাতদের বাঁধা দিতে চাইলে মা ও ছেলেকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এসময় ডাকাতরা ২১ দিনের এক শিশুকে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা, ২ ভরি স্বর্নালংকার ও ২টি মোবাইল ফোন লুটে নেয়। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাতপতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার দিনগত রাত ৩টার দিকে সোনারগাঁয়ে সাদীপুর ইউনিয়নের দেওভোগ ভগবানের ঘাট এলাকার শুভল মল্লিকের বাড়িতে হানা দেয় ৮/১০ জনের একটি ডাকাতদল। ডাকাতরা প্রথমে শুভল মল্লিকের ছেলে রতন মল্লিকের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। এসময় ডাকাতদের বাধা দিতে চাইলে রতন মল্লিক (২৫) ও তার মা মহরানী মল্লিককে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। ডাকাতরা ঘরের আসবারপত্র এলোমেলো করে লুটপাট চালায়। পরে ডাকাতরা একই কায়দায় রতন মল্লিকের ভাই রিপন মল্লিকের ঘরে প্রবেশ করে তার হাত পা বেধে ফেলে। এসময় ডাকাতরা রিপন মল্লিকের ২১ দিনের এক শিশু ও তার স্ত্রী শেফালী রানী মল্লিককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও ২ ভরি স্বর্নালংকার ও ২টি মোবাইল ফোন লুটে নেয়। পরে আহত রতন মল্লিক (২৫) ও তার মা মহরানী মল্লিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাতপতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সোনারগাঁও থানা টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী অভিযোগ, গত বছরের ২৪ এপ্রিল একই এলাকার মদন মল্লিকের বাড়িতে সসস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় মদন মল্লিক বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি ডাকাতির মামলা দায়ের করলেও পুলিশ ডাকাতির কোন মালামাল উদ্ধার কিংবা কোন আসামীকে গ্রেফতার করতে না পারায় আবারও ডাকাতির ঘটনা ঘটছে।
মদন মল্লিক জানান, বার বার আমাদের বাড়িতেই ডাকাতি হচ্ছে। আমরা সংখ্যালঘু তাই।
Leave a Reply