Sunday, December 6th, 2015




সিলেট পীরেরবাজারে ট্রাকচাপায় তিনজন নিহত

ffff_19012

সিলেট শহরতলির পীরেরবাজারে পাথরবোঝাই একটি ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে পীরেরবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পীরেরবাজারের সিএনজি অটোরিকশাচালক বাবুল মিয়া ও শাহপরান এলাকার বাসিন্দা শুঁটকি ব্যবসায়ী রফিক মিয়া (৪৫)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে জাফলং থেকে পাথরবোঝাই একটি ট্রাক সিলেট শহরে যাচ্ছিল। পথে পীরেরবাজার এলাকায় প্রথমে একটি  অটোরিকশা ও একটি লেগুনাকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ওই অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই রফিক মিয়া মারা যান। অন্য দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারাও নিহত হন। এঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহপরান থানার (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category