Wednesday, September 17th, 2025




সিদ্ধিরগঞ্জে ৩৪১ টি মামলায় ৫০৭ ও ওয়ারেন্টে ৫৬৬ গ্রেফতার

বিশেষ সংবাদদাতাঃ

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় জানুয়ারি থেকে আগস্ট ৮ মাসে বিভিন্ন অপরাধে ৩৪১ টি মামলা দায়ের হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে সিদ্ধিরগঞ্জ পুলিশ তৎপর রয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম সাংবাদিকদের বলেন, গত ৮ মাসে বিভিন্ন অপরাধে মোট ৩৪১ টি মামলা দায়ের হয়েছে। গত ৮ মাসে নিয়মিত মামলায় ৫০৭ জন, ওয়ারেন্ট ভুক্ত ৫৬৬ জনকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বিশেষ করে মাদকের ১২৩ টি মামলায় আসামি গ্রেফতার ও মাদক উদ্ধার হয়েছে। অন্যান্য মামলাগুলি হল, খুন, ডাকাতি, দ্রুত বিচার, অস্ত্র মামলা, দস্যুতা, অপহরণ, চাঁদা দাবি, বৈষম্য বিরোধী হত্যা মামলা, ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি, সড়ক দুর্ঘটনা। মোট ৩৪১ টি মামলা মধ্যে সিএস ২৮৯ এবং এফআরটি ২৭ মামলা নিষ্পত্তি হয়েছে।
সিদ্ধিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম আরও বলেন, আমার থানা পুলিশ পাড়া মহল্লার সাধারণ জনগনের জানমালের নিরাপত্তা দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের শ্রদ্ধেয় নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমরা নির্বিকভাবে কাজ করে যাচ্ছি। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান ওসি শাহিনুর আলম।
স্থানীয়রা জানায়, নিয়মিত পুলিশের টহল থাকায় অপরাধীদের আনাগোনা কমেছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ যোগদান করার পর তার পুলিশি তৎপরতার কারণে এলাকার মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করতে পারছে। আমরা এলাকাবাসী আশা করি সামনের দিনগুলিতে অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা আরও কঠোর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর...