আলামিন,সিদ্ধিরগঞ্জ থেকে,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় নূরুল ইসলাম (৩৬) নামে এক লোককে ধাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ীরা।মাদক ব্যবসার প্রতিবাদ করায় গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১ টায় এ ঘটনা ঘটে।বিল্পব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
জানা গেছে,মিজমিজি বাতান পাড়া এলাকার শাহজাহানের ছেলে বিপ্লব (২৬),সাহেব আলীর ছেলে রাকিব(২৪) ও আরো ৪/৫ জন মিলে দেশীয় ধাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে নূরুল ইসলামকে(৩৬)।মাদক ব্যবসার প্রতিবাদ করায় তার উপর এ হামলা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।আহত নূরুল ইসলামকে নারায়ণগঞ্জ ৩‘শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী বেলা আড়াইটার দিকে বিপ্লবকে আটক করে গণপিটুনী দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এসআই জহিরুল ইসরাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বিপ্লবকে গ্রেফতার করে।এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
স্থানীয়দের অভিযোগ,বিপ্লব,রাকিব ও তাদের ৪/৫সহযোগী বাতানপাড়া এলাকায় মাদক ব্যবসা করছে।এ সঙ্গবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রটির বিরুদ্ধে কথা বললেই নানা হুমিক দেয়।নূরুল ইসলাম মাদক ব্যবসার প্রতিবাদ করায় তার উপর এ হামলা চালানো হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
Leave a Reply