Friday, December 4th, 2015




সিদ্ধিরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে উত্তেজনা

p2-04-12-15
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার অর্ন্তগত পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকায় জনসাধারন চলাচলের দীর্ঘ ৩০বছরের একটি রাস্তা বন্ধ করা নিয়ে এলাকাবাসীর মাঝে প্রচন্ড ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।এখানে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকায় দীর্ঘ ৩০ বছর যাবত একটি রাস্তা ব্যবহার করে আসছিল।কিন্তু এলাকার জনৈক আতিক নামে এক ব্যাক্তি জনসাধারনের চলাচলের সেই রাস্তাটি বন্ধ করে দেয়।নির্মান করা হয় দেয়াল।রাস্তা বন্ধ করার কারণে স্থানীয় জনসাধারন দেয়ালটি ভেঙ্গে ফেলে।এই ঘটনায় রাস্তা বন্ধ করে দেয়াল নির্মানকারী আতিক সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি শাহাজাদা প্রধান বাবুল সহ নেতৃবৃন্দ বিষয়টি সুরাহা করার প্রদক্ষেপ নিয়েও ব্যার্থ হন।রাস্তা বন্ধ করার হোতা আতিক কাইকেই মানতে চাননা অদৃশ্য শক্তির ইশারায়।ফলে বিষয়টিকে নিয়ে রিতিমতো বেকায়দায় পরেছেন স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা।গতকাল শুক্রবার এলাকাবাসী একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং রাস্তা চলাচল নির্বিঘœ করার দাবি তুলে নানা স্লোগান দিয়েছে।স্থানীয়রা জানান,এই রাস্তাটি দিয়ে আমরা ৩০বছর যাবত চলাচল করছি।আমাদের মেয়েরা এই রাস্তা দিয়েই স্কুল-কলেজে যায়।রাস্তাটি বন্ধ করে দিলে স্কুল-কলেজের মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগবে।তাছাড়া দুর্ভোগও বাড়বে।এব্যাপারে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.শরাফত উল্লাহ জানান,একটি অভিযোগ পেয়েছি।রাস্তা পেতে চাইলে এলাকাবাসীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসা উচিৎ।স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি শাহাজাদা প্রধান বাবুল জানান,আমি পঞ্চায়েত কমিটি সভাপতি হিসেবে বলবো জায়গা-জমি নিয়ে কেউ কবরে যাবেনা।জনগণ এতো বছর চলাচল করেছে।সামান্য জায়গা ছেড়ে দিলে কী-ই-বা ক্ষতি হবে।আমি নিজেও জনগণের জন্য জায়গা ছেড়ে দিয়েছি।অথচ আতিক সামান্য ছাড় দিতে চাচ্ছেনা।আল্লাহর কাছে দোয়া করি আতিকের শুভ বুদ্ধির উদয় হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category