নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসেন তারা।
দু’ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক শেষ হয়। বৈঠকে ফেইসবুকের প্রতিনিধি হিসেবে রয়েছেন কোম্পানির দক্ষিণ এশিয়া অঞ্চলের ল’ এনফোর্সমেন্ট স্পেশালিস্ট বিক্রম লাংঘে এবং পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহান। এছাড়াও পুলিশ ও র্যাবের শীর্ষ কর্তকর্তারা উপস্থিত রয়েছেন।
বৈঠকের পর বিষয়বস্তু প্রকাশ না করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিগগিরই ফেসবুক খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সিকিউরিটির ক্ষেত্রে কি প্রয়োজন সেটা (ফেসবুক কর্মকর্তাদের) বলতে সক্ষম হয়েছি। যারা এসেছেন তারাও আমাদের কথাগুলো শুনেছেন। তারা কতটুকু সহযোগিতা করতে পারবেন সে বিষয়েও তাদের তরফ থেকে জানানো হয়েছে। আমরা এগুলো পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত খুব শিগগিরিই জানাচ্ছি। আমাদের নিরাপত্তা বাহিনীর যেসব প্রশ্ন ছিল, সেগুলোর সবই ডিসকাশন হয়েছে। দু’জন প্রতিমন্ত্রীও কথা বলেছেন।’
কি আলোচনা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কি আলোচনা হয়েছে সেগুলো শুধু আমাদের মধ্যেই রাখব। শুধু এটুকু বলব আমাদের মধ্যে ফ্রুটফুল ডিসকাশন (ফলপ্রসূ আলোচনা) হয়েছে। আমাদের চিন্তা-ভাবনার আরো কিছু বিষয় রয়েছে। আমরা শিগগিরই এটার (ফেসবুক খুলে দেওয়ার) সিদ্ধান্ত নেব।’
বিকল্প উপায়ে তো ফেসবুক ব্যবহার করছেন। এটা আপনারা কিভাবে বন্ধ করবেন- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের যুব সমাজ অত্যন্ত প্রতিভাবান। প্রধানমন্ত্রীর আশা-ভারসা অনেকখানি এ যুব সমাজের ট্যালেন্টের উপর। সেজন্য আমরা মনে করি যুব সমাজ বিভিন্ন কায়দায় ফেসবুক খুলছেন কিংবা ব্যবহার করছেন। সেগুলো অন্য ব্যাপার। কিন্তু যে ডিসকাশন হয়েছে তার ভিত্তিতে অফিসিয়ালি আমরা শিঘ্রই ফেসবুক খোলার সিদ্ধান্ত দিচ্ছি।’
ফেসবুকের কাছে সরকার কী চেয়েছে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘অনেকে ফেসবুক অপব্যবহার করছে। আমাদের অনেক প্রপাগান্ডাও ফেসবুকের মাধ্যমে আসছে। জাতীয় নিরাপত্তার কিছু প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলেছি।’
ফেসবুকের কন্টেন্ট সরকার ফিল্টার (নিয়ন্ত্রণ) করতে পারবে কিনা- সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব কথা হয়েছে। আমি তো বলেছি আমাদের সঙ্গে সব ধরণের কথা হয়েছে। ফিল্টার করা, কতখানি চলবে, সবকিছু নিয়ে কথা হয়েছে।’
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেইসবুকসহ কয়েকটি অ্যাপ বন্ধ রয়েছে, যদিও বিকল্প পথে অনেকেই এসব ব্যবহার করছেন। ফেইসবুকের আরো নিয়ন্ত্রণের জন্য এবং ফেইসবুকের সঙ্গে চুক্তি করতে ওই সভা ডাকা হয়েছে বলে জানা যায়।
Leave a Reply