Saturday, November 28th, 2015




শহরের গলাচিপায় বাড়িওয়ালা সেলিম ও ভাড়াটিয়া বাতাসির অবৈধ সম্পর্ক চলছে

বিশেষ প্রতিনিধ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ শহরের গলাচিপার কলেজ রোড এলাকায় সেলিম নামের এক বাড়িওয়ালার সাথে তার বাড়ির ভাড়াটিয়া বাসাতির সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছে । দীর্ঘদিন যাবত এই অবৈধ সম্পর্ক চলে আসছে বলে স্থানীয়সুত্রে থেকে জানা গেছে ।
অনুসধ্যানে জানা গেছে,গলাচিপার কলেজ রোড এলাকার গলাকাটা মসজিদের পিছনের বাড়ির মালিক অবিবাহিত সেলিম ও ভাড়াটিয়া স্বামী ছাড়া একা থাকায় তাদের দুজনের মধ্যে শারীরীক সম্পর্ক তৈরি হয় । ভাড়াটিয়া বাসাতি ঢাকা জেলার দোহার থানাধীন মোকসেদপুর গ্রামের বারেক হাওলাদারে মেয়ে । সে প্রায় ৬ মাস যাবত লম্পট বাড়িওয়ালা সেলিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে । বাসাতির দুই স্বামীকে নিজ কর্র্তৃক তালাক দিয়ে নারায়ণগঞ্জে এসে বেহাপনায় লিপ্ত রয়েছে । তার দুই মেয়ে নিজের কাছে না রেখে তার বাবার বাড়িতে রেখে স্বাধীণভাবে সেলিমের অবৈধ সম্পর্ক চালিয়ে আসছে । এই ঘটনা জানাজানি হওয়ার পরে এলাকায় কানা-খুসা চলছে । বিস্তারি আসছে……
এলাকাবাসী সুত্রে জানায়, বাড়িওয়ালা সেলিম মিয়া ও ভাড়াটিয়া বাসাতির মধ্যে যে অবৈধ সম্পর্ক চলছে তা মেনে নেয়া যায়না । এরা এলাকার ভাবমূর্ত্তি নষ্ট করছে । এদের বেহাপনায় ভাল ছেলে মেয়েরাও নষ্ট হয়ে যাবে । হয় তাদের বিয়ে করিয়ে দেয়া হোক তানা হলে বাসাতিকে বাড়ি থেকে বের করে দেয়া হোক এটাই আমাদের দাবী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category