Thursday, November 19th, 2015




র‌্যাব-১১ কর্তৃক ৮ শ’ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

IMG_1103 copy

নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : নারায়ণগঞ্জ র‌্যাব-১১ বুধবার রাত সাড়ে ১০ টায় মুন্সিগঞাজ জেলার মুক্তাপুর পুরাতন ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ শ’ পিছ ইয়াবা সহ ওমর ফারুক (২৮) কে গ্রেফতার করা হয় ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ নভেম্বর ২০১৫ ইং তারিখ সময় আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় অত্র কোম্পানীর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন মুক্তারপুর পুরাতন ফেরী ঘাট আশা হোটেলের ভিতর অভিযান পরিচালনা করে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ ওমর ফারুক (২৮), পিতা-মৃত ফজলুল হক বেপারী, সাং- মুক্তারপুর, থানা ও জেলা-মুন্সিগঞ্জকে হাতে নাতে গ্রেফতার করে। ধৃত আসামী এলাকায় র্দীঘদিন যাবত অবৈধভাবে মাদক ক্রয় বিক্রয় করে আসছিল । উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা। এ সংক্রান্তে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category