Sunday, December 6th, 2015




র‌্যাব-১১’ অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

IMG_1124
শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ র‌্যাব-১১’র সিপিসি-১’র অধিনায়নায়ক এএসপি শাহ্ মোহাম্মদ শিবলী সাদিকের নের্তৃত্বে শহরের পাইকপাড়া এলাকা থেকে পারভেজ মুন্না নামের এক চিহ্নীত মাদক ব্যবসায়ীকে বিয়ার এবং বিপুল পরিমান অশ্লীল ডিভিডিসহ একজন আসামী গ্রেফতার করেছে।
র‌্যাব-১১’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,০৫ ডিসেম্বর ২০১৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যদের একটি আভিযানিক দল জানতে পারেন যে, নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ১৭০ শাহা সুজা রোড পাইকপাড়া পারভেজ মুন্নার দ্বিতল বিশিষ্ট বাসার ২য় তলায় পারভেজ মুন্না নামের এক ব্যক্তি তার বসত ঘরে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার পাশাপাশি অশ্লীল ডিভিডি সিডি বিক্রয় তথা অশ্লীল ভিডিও প্রদর্শন এবং নাচ গানের আসর বসিয়ে যুব সমাজকে ধ্বংস করে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর একটি আভিযানিক দল এএসপি শাহ্ শিবলী সাদিক এর নেতৃত্ত্বে¡ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৫/১২/২০১৫ তারিখ আনুমনিক ৯টায় সময় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ১৭০ শাহা সুজা রোড পাইকপাড়া পারভেজ মুন্নার দ্বিতল বিশিষ্ট বাড়ীর চতুর পার্শ্বে র‌্যাব সদস্যরা অবস্থান নেয়। পরবর্তীতে মুন্না র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে মুন্নাকে ধৃত করে তার বসত ঘরে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশী কার্যক্রম পরিচালনার এক পর্যায়ে তার বসত ঘর থেকে ০৫/১২/২০১৫ তারিখ ২১৪০ ঘটিকার সময় ২৭ (সাতাশ) টি বিয়ার ক্যান এবং ৬০ (ষাট) টি অশ্লীল ডিভিডি সিডিসহ আসামী পারভেজ মুন্না (৩৮), পিতা-মৃত আজিজুর রহমান, সাং-১৭০ শাহ সুজা রোড, পাইকপাড়া, থানা ও জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। বিয়ার ক্যান এর আনুমানিক মূল্যে ৮,১০০/- (আট হাজার একশত) টাকা। এ সংক্রান্তে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় আসামীর বিরুদ্ধে ০১টি মাদক এবং পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category