রুগঞ্জ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে রং করতে গিয়ে উপর থেকে ছিটকে পড়ে এক রং মিস্ত্রি গুরুত্বর আহত হয়েছে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর (শুক্রবার) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকার মাশরিকী জুট মিলের একটি নির্মাণাধীন ভবনের দেয়ালে রংয়ের কাজ করছিলেন রং মিস্ত্রি কামরুজ্জামান রানা (৩০)। হঠাৎ উপর থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুত্বর আঘাত পায় সে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কামরুজ্জামান রানা নেত্রকোনা জেলার সদর থানার স্বল্পদিঘী এলাকার মৃত হাসেম উদ্দিনের ছেলে।
Leave a Reply