রূপগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মহাসড়কে দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীবাহী বাসহ শত শত মালবাহী যানবাহন আটক পড়েছে। দুটি মহাসড়কে ঘন্টা পর ঘন্টা যানজটে আটকার পড়ে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীসাধারন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী, পরিহন শ্রমিক ও স্থানীয় সুত্র জানায়, এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক ভেঙ্গে বড় বড় গর্ত ও ভাঙ্গার সৃষ্টি হয়েছে। কোন স্থান দিয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আর এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ছোট-বড় যানবাহন গুলো সড়কেই বিকল হয়ে পড়ছে। তারপর আবার কাঞ্চন সেতুতে অতিরিক্ত টোল আদায় ও টোল আদায়ে ধীরগতি। প্রায়ই পরিবহন শ্রমিকদের সঙ্গে টোল কর্তৃপক্ষের বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটছে। বিভিন্ন কারনে দুটি মহাসড়কে এখন যানজট নিত্যদিনের। এছাড়া মঙ্গলবার গাউছিয়া কাপড়ের বাজার। হাজার হাজার ক্রেতা-বিক্রেতাদের আগমন ঘটে এ বাজারে। যত্রতত্র যানবাহন দাড় করিয়ে মালামালসহ যাত্রী উঠা-নামা করে থাকে। এ থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সদস্যরা যানজট নিরসন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে, সিলেট বিভাগ, চট্রগাম বিভাগের মালবাহী যানবাহন গুলো এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক যোগে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগসহ বিভিন্ন জেলায় চলাচল করে থাকে। এতে এ দুটি সড়ক সব সময়ই ব্যস্ত থাকে। তারপর আবার সড়কের বেহাল অবস্থা এবং হাট বাজার গুলোর কারনে যানবাহন গুলো অনিয়ন্ত্রিত ভাবে চলাচল করছে।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বেনজির আহাম্মেদ বলেন, ধলাবালি খেয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। কোন প্রকার নিয়মনীতি না মেনে ছোট-বড় সব ধরনের যানবাহন গুলো চলাফেরা করছে। তারা আইন ভঙ্গ করছে। আইন ভঙ্গকারী বেশ কয়েকটি যানবাহনকে মামলা দেয়া হয়েছে। তারপরও যানবাহন চালকরা সচেতন হলে যানজট হতো না বলে তিনি দাবি করেন।
Leave a Reply