অনলাইন ডেস্ক,নারায়ণঞ্জ প্রতিদিন ডট কম : রাজধানীর হোসনি দালানে বোমা হামলার সঙ্গে জড়তি হসিবেে সন্দহেভাজন এক র্দুবৃত্ত ঢাকা মহানগর গোয়ন্দো পুলশিরে (ডবি) সঙ্গে কথতি বন্দুকযুদ্ধে মারা গছে।ে তার নাম মাহফুজ ওরফে শাহাদাত ওরফে আলবানী ওরফে আবদুল্লাহ বাকী ওরফে রজোউল। বুধবার রাত সাড়ে ১১টার দকিে গাবতলীর দ্বীপনগরে বড়েবিাঁধে বন্দুকযুদ্ধে গুলবিদ্ধি হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলশিরে দুসদস্য সামান্য আহত হয়ছেনে।
ডবিরি এক র্কমর্কতা জানান, হোসনি দালানে বোমা হামলার ঘটনায় রাশদে ও সালমানসহ চারজনকে বুধবার আটক করা হয়। রাতে রাশদে জজ্ঞিাসাবাদে ডবিকিে জানায়, রাত সাড়ে ১১টার দকিে গাবতলীর দ্বীপনগররে বড়েবিাঁধে একটি বালুর মাঠে তার অন্য সদস্যদরে সঙ্গে মটিংি করার কথা ছলি। রাশদেকওে ওই মটিংিয়ে অংশ নয়োর কথা রয়ছে।ে এ তথ্যে ডবিি পুলশিরে কয়কেটি টমি যৌথভাবে বুধবার রাত সাড়ে ১১টার দকিে রাশদেকে নয়িে ওই বালুর মাঠে অভযিানে যায়। সখোনে একটি মোটরসাইকলেসহ ৪-৫ জনকে দূর থকেে দখেতে পায় পুলশি। পুলশিরে গাড়ি থকেে রাশদেকে নামতে দখেে ওই ব্যক্তরিা ডবিি পুলশিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরর্ক্ষাথে ডবিি পুলশিও পাল্টা গুলি চালায়। এতে একজন গুলবিদ্ধি হয়ে মাটতিে লুটয়িে পড়।ে তার সহযোগীরা পালয়িে যায়। গুলবিদ্ধি অবস্থায় দারুস সালাম থানা পুলশি আহত ব্যক্তকিে উদ্ধার করে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে নলিে র্কতব্যরত চকিৎিসক তাকে মৃত ঘোষণা করনে। মৃত ব্যক্তকিে সহযোগী বলে দাবি করে আটক হওয়া রাশদে। রাশদেরে শনাক্ত মতে নহিত ব্যক্তরি নাম মাহফুজ ওরফে শাহাদাত ওরফে আলবানী ওরফে আবদুল্লাহ বাকী ওরফে রজোউল। পুলশি জানয়িছে,ে মাহফুজ একটি জঙ্গি গোষ্ঠীর সদস্য। গাবতলী চকেপোস্টে পুলশি হত্যাকাণ্ডওে সে জড়তি বলে সন্দহে করা হয়। উল্লখ্যে, ২৩ অক্টোবর রাতে পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলা করে র্দুবৃত্তরা। এতে ঘটনাস্থলে এক স্কুলছাত্র নহিত ও দড়ে শতাধকি মানুষ আহত হন। পরে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে চকিৎিসাধীন অবস্থায় আরও একজনরে মৃত্যু হয়। – ঝবব সড়ৎব ধঃ: যঃঃঢ়://িি.িলঁমধহঃড়ৎ.পড়স/পঁৎৎবহঃ-হবংি/২০১৫/১১/২৬/১৩৮৪২#ংঃযধংয.০প৫ৎহঢহু.ফঢ়ঁভ
Leave a Reply