Friday, November 27th, 2015




যুবলীগের কর্মী সভার নামে নির্বাচনি প্রচারণা!

071
নারায়নগঞ্জ প্রতিদিন ডট কম : যুবলীগের কর্মী সভার নামে নির্বাচনি প্রচারনা সভা করছে কাশীপুর ইউনিয়ন পরিষদের এক স্বঘোসিত চেয়ারম্যান প্রার্থী। ফতুল্লার ক্ষমতাশীন দলের এক নেতার আশ্বাসে স্বঘোসিত এই চেয়ারম্যান প্রার্থী সম্প্রতিকালে কাশীপুরের প্রতিটি ওয়ার্ডে যুবলীগের কর্মী সভার নামে নির্বাচনি প্রচারনা চালাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। বিগত দিনে ফতুল্লা থানা আওয়ামীলীগের আয়োজিত অনুষ্ঠানে স্বঘোসিত এই চেয়ারম্যান প্রার্থী কে দেখা না গেলেও বর্তমানে কাশীপুরের অলিতে গলিতে ঘুড়ে বেড়াচ্ছেন তিনি। তারই ধারাবাহিগতায় শক্রবার বিকেল ৪টায় উত্তর নরসিংপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রঙ্গনে কাশীপুর ৩নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে যুবলীগের কর্মী সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্বঘোসিত চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী। ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ৫নং ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামল, আবুল কালাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব আলী বড় বড় বুলি দিলেও উপস্থিত এক অতিথি তার বক্তব্যে এই সভার মূল লক্ষ্য তুলে ধরেন। ঐ বক্তা বলেন, সামনে আসছে কাশীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন কে ঘিরে আমাদের এই সভা। আরেক বক্তা বলেন, দল যাকে মননোয়ন দিবে আমরা তাকেই সমর্থন নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category