নারায়ণগঞ্জ প্রািতদিন ডট কম : নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর চৌরাস্তা থেকে সোনারগাঁ তালতলি বাজার জামপুর পর্যন্ত রাস্তাটিতে খানা-খন্দ ভরা ও বড় বড় গর্ত থাকায় যানবাহন চলাচলের অনুপযুগি হয়ে পরেছে । ভাঙ্গা রাস্তার কারনে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,মদনপুর টু জামপুর তালতলা পর্যন্ত রাস্তাটিতে খানা-খন্দে ভরা এবং বড় বড় গর্ত থাকার ফলে এই রাস্তাটিতে যাত্রী চলাচলের অযোগ্য হয়ে পরায় সাধারন যাত্রীদের মাঝে চরম দূর্ভোগের সৃস্টি হচ্ছে । এই রাস্তাটি দিয়ে ভাড়ি যানবাহন সহ সকল ধরনের হালকা যানবাহন চলাচল করে থাকে । তার মধ্যে ট্রাক,কভার্ডভ্যান,বাস,সাইক্রোবাস,প্রাইভেটকার,টেম্পু,সিএনজি,পিকআপভ্যান,ভ্যান গাড়ি,অনোরিক্সা ও মোটর সাইকেল সহ নানাবিধ যানবাহন । প্রতিদিনই কোন না কোন দূর্ঘটনা ঘটে এই ঝুকিপূর্ন সড়কটিতে । অনেক সময় রাস্তায় থাকা গর্তে পরে গাড়ি নষ্ট হয়ে পরে থাকলে ভয়ানক জেমের সৃস্টি হয় । এতে ঘন্টারপর ঘন্টা ধরে চরম ভোগান্তির সৃস্টি হয় ।
১০ মিনিটের পথ সময় লাগে ১ ঘন্টারও বেশী ।
এই রাস্তায় চলা যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, মদনপুরের এই রাস্তাটিতে বড় বড় গর্তের কারনে আমাদের চলাচল করতে আনেক কষ্ট হচ্ছে । আমাদের চাকুরিস্থলে যেতে সময় লাগে অনেক বেশী । রাস্তাটি খারাপ থাকাতে অনেক গাড়ি নষ্ট হয়ে ঘন্টার পর ঘন্টার জেমে আটকে থাকতে হয় । তাছাড়া ৫ মিনিটের পথ সময় লাগে ১ ঘন্টারও বেশী সময় । অনেক সময় বড় বড় দূর্ঘটনাও ঘটে রাস্তা খারাপ হওয়ার কারনে ।
Leave a Reply