Monday, November 16th, 2015




‘মওদুদের বক্তব্য জঙ্গিবাদ উত্থানকে আড়ালের চেষ্টামাত্র’

Enu1447654237

সচিবালয় প্রতিবেদক : ‘মওদুদের বক্তব্য দেশে জঙ্গিবাদের যে উত্থান ঘটছে, তা আড়ালের চেষ্টামাত্র। তার এ বক্তব্য বিএনপি-জামায়াত জঙ্গিবাদীদের সম্মিলিত আগুন-সন্ত্রাস, নাশকতা, অন্তর্ঘাত সহিংসতা ও নৈরাজ্যকর রাজনীতিকে আড়ালের অপচেষ্টা।’

সোমবার বেলা সাড়ে ১১টায় তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সাম্প্রতিক বক্তব্যের জবাবে এসব কথা বলেন।

মওদুদের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘মওদুদ তার বক্তব্যে ‘কিছু বিপথগামী’ শব্দ ব্যবহার করে দেশে জঙ্গিবাদী ও সন্ত্রাসবাদী শক্তির সুসংগঠিত উপস্থিতি ও তৎপরতাকে আড়াল করার অপপ্রয়াস করেছেন বলে মনে করি। তিনি (মওদুদ) সব গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের ঐক্যের কথা বলে আবারও বিএনপির সঙ্গে জামায়াত জঙ্গিবাদ রাজনৈতিক সন্ধিকে হালাল করতে চাইছেন। তার এ ধরনের বক্তব্য আমি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করছি।’

হাসানুল হক ইনু বলেন, সরকার সংবিধান, সাংবিধানিক প্রক্রিয়া ও গণতন্ত্রকে সমুন্নত রেখেই দেশ শাসন করছে। সন্ত্রাসবাদ, অন্তর্ঘাত-নাশকতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া গণতান্ত্রিক শক্তি বা গণতন্ত্রের ওপর আক্রমণ নয়। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রয়েছে বলেই মওদুদ আহমদ আজ স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারছেন এবং তা প্রকাশিত ও প্রচারিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category