-
- Uncategorized, সারাদেশ
- বৃহস্পতিবার সারাদেশে জামায়ের বিক্ষোভ কর্মসূচি
- Update Time : November, 24, 2015, 4:50 pm
- 862 View

সরকারের বিরুদ্ধে দলীয় নেতাদের হত্যা, গুম এবং গ্রেপ্তারের অভিযোগ এনে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকালে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা করা হয়।
বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে মোকাবেলায় ব্যর্থ হয়েই জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করছে এবং ঠাণ্ডা মাথায় সারাদেশে নেতা-কর্মীদের হত্যা, গুম ও অন্যায়ভাবে গ্রেপ্তার অভিযান চালিয়ে জামায়াত এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীদের জেলখানায় পাঠাচ্ছে।’ সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
Leave a Reply