‘সেলিম ওসমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হলে যক্ষèাও প্রতিরোধ সম্ভব’
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: গার্মেন্ট মালিক ও পরিচালনা পর্ষদবৃন্দের যক্ষèা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। “আসুন আমরা সবাই মিলে যক্ষèা মুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেএমইএ এর যক্ষèা নিয়ন্ত্রণ কার্যক্রম এর আওয়াতায় ফতুল্লা বিসিক এ অবস্থিত বিকেএমইএ’র ডে কেয়ার সেন্টারে এ সভার আয়োজন করা হয়। শ্রমিকদের জন্য বিনামূল্যে যক্ষèার পরীক্ষা ও ঔষধসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ডে কেয়ার সেন্টারে দেয়া হবে। বুধবার দুপুরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সহ-সভাপতি আসলাম সানি ও বিশেষ অতিথি ছিলেন বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ভিক্টরিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা: আসাদুজ্জামান, ইউএইউ অ্যান্ড এফপিও ডা: সামছুর রহমান, বিকেএমইএ’র টিবিসিপি মেডিকেল অফিসার ডা: লুৎফান নাহার বর্না, বিকেএমইএ’র সিনিয়র ডেপুটি সেত্রেটারি মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিকেএমইএ’র টিবিসিপি’র প্রজেক্ট ম্যানেজার মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন গার্মেন্টের কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেশি দেশ ভারতের উদাহরণ দিয়ে প্রধান অতিথি এ এইচ আসলাম সানি তার বক্তব্যে বলেন, তাদের দক্ষ শ্রমিক হওয়ার কারণ তারা শ্রমিকদের স্বাস্থ্য সর্ম্পকে সচেতন। বর্তমানে গার্মেন্ট সেক্টরে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা, শ্রমিক অসন্তোষ, দক্ষ জনশক্তি গড়াসহ সার্বিক উন্নয়ন। এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দক্ষ শ্রমিক। আর দক্ষ শ্রমিক মানেই সুস্থ্য শ্রমিক।
তিনি আরো বলেন, যক্ষা হলে রক্ষা নাই, এ কথার ভিত্তি নাই। আধুনিক চিকিৎসা নেয়ার মাধ্যমে যক্ষèা এখন দ্রুত নিরাময় সম্ভব। বিকেএমইএ’র পক্ষ হতে ডে কেয়ার সেন্টারে মাধ্যমে শ্রমিকদের জন্য স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেয়া হয়। আপনারা যদি শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি করতে পারেন তাহলে দক্ষ শ্রমিক হিসেবে তারা গড়ে উঠবে।
বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর খাবার ও ধূলাবালি মুক্ত কর্মস্থান ও বাসস্থান নিশ্চিতকরণে বিশেষ জোড় দিতে হবে বলে সকলের প্রতি আহবান জানান তিনি।
বিকেএমইএ’র সহ সভাপতি (অর্থ) জি এম ফারুক বলেন, যক্ষèা শব্দটি শোনলেই আমরা ভীত হয়ে যাই। কিন্তু বর্তমান চিকিৎসায় এর নিরাময় সম্ভব। ভয় না পেয়ে সঠিক চিকিৎসা নিলে আমরা যক্ষèামুক্ত বাংলাদেশ গড়তে পাড়ব। এখানে উপস্থিত সকল গার্মেন্ট কর্মকর্তাদের বলবো আপনারা আপনাদের সকল শ্রমিকদের বিকেএমএইএ’র ডে কেয়ার সেন্টারে বিনামূল্যে যক্ষèার পরীক্ষা, ঔষধ দেয়া হয় বিষয়টি অবহিত করবেন। সাথে সাথে শ্রমিকদের বাসা-বাড়ির ও কর্মস্থলের পরিবেশসহ স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের গার্মেন্ট সেক্টরের বিশেষ অবদানের কথা উল্লেখ্য করে তিনি আরো বলেন, তিনি আসার পর এ সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে। আমরা যদি তার নেতৃত্বে ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে যক্ষèাও প্রতিরোধ করতে পারবো।
এ সময় উপস্থিত ডাক্তার ও কর্মকর্তাবৃন্দর মধ্যে প্রশ্ন-উত্তর পর্বে যক্ষèা সম্বন্ধে নানা বিষয়ে অবহিত করা হয়। সাথে সাথে প্রাথমিক ভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের সচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে জানানো হয়।
Leave a Reply