শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মোঃ আলমকে সভাপতি মোঃ আক্তার হোসেনকে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করার লক্ষ্যে গতকাল সিদ্ধিরগঞ্জের মুজিববাগ কাঠেরপুলস্থ জেলা কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় সাবেক কমিটির সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন মীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মইনউদ্দিন মন্ডল। সভায় সর্বসম্মতি ক্রমে এ কিমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়াও কমিটিতে মোঃ আলতাফ হোসেন মীরকে সাংগঠনিক সম্পাদক, মোঃ ইসমাইল হোসেনকে কোষাধ্যক্ষ ও মোঃ শরিফুল ইসলাম ঝন্টুকে প্রচার সম্পাদক হিসেবে রাখা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মইনউদ্দিন মন্ডল বলেন, বর্তমান দেশে প্রচলিত শ্রমআইন এবং বিধিমালা-২০১৫ শ্রমিকদের স্বার্থের পরিপন্থী। অবিলম্বে এই আইন এবং বিধিমালা সংশোধন করে গণতান্ত্রিক শ্রম আইন ও বিধিমালা তৈরী করার জন্য শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি করে সংবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন করতে হবে।
Leave a Reply