বরগুনা প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বরগুনা শহরের চর কলোনী এলাকায় সাবেক প্রধান শিক্ষক আজাহাউদ্দিনের বাড়িতে বুধবার রাত সোয়া ১০ টায় গোলাগুলি হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা । এতে সদর উপজেলার চেয়ারম্যান সহ অন্তত ২ জন আহত হয়েছে ।
জানা গেছে,বরগুনা শহরের চরকলোনী এলাকায় সাবেক প্রধান শিক্ষক আজাহারউদ্দিনের বাসায় একটি বৈঠক চলাকালে স্থানীয় বিএনপির নামধারী নেতা সুমন,রুবেল ও খোকন সহ ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গোলাগুলি ও হামলা চালায় । ওই সময়ে শিক্ষকের বাসায় উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার চেয়ারম্যান ও আ’লীগের নেতা আব্বাস হোসেন মন্টু মোল্লা,মাহাতাবউদ্দিন মোল্লা,দারুল ইসলাম,বাবলু সহ তাদের সমর্থকরা । বৈঠক অবস্থায় হঠাৎ করে তাদর উপরে অতর্কিত হামলা চালায় ওই সন্ত্রাসীরা । গোলাগুলির এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । এই সময়ে হামলাকারী ও হামলার স্বীকার উভয় পক্ষের তিনটি গাড়ি ভাংচুর করা হয়।
স্থানীয়রা জানায়,আজাহারউদ্দিনের বাসায় বর্তমান উপজেলার চেয়াম্যান,বাবলু ও তার সমর্থকরা এসে একটি বৈঠকে বসলে হঠাৎ করেই স্থানীয়রা বিএনপি নেতা সুমন,খোকন ও রুবেল বাহিনীরা গুলি ও হামলা চালায় । এসময় চেয়ারম্যান সহ ২ জন আহত হয়। পরে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । এসময় মোটরসাইকেল সহ কয়েকটি গাড়ি ভাংচুর করে স্থানীয়রা।
বরগুনা সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সুমন ,খোকন,রুবেল নামের যারা হামলার ঘটনা ঘটিয়েছে তারা নেশাখোর এবং মারামারির মূল কারন হলো বাসস্ট্যান্ড নিয়ে । স্থানীয় বাসিন্দা বাবলুর উপর তারা হামলা চালানোর চেষ্টা চালায় তবে হামলা করতে পারেনি ।
Leave a Reply