স্টাফ করেসপন্ডেন্ট,বন্দর : নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় স্পিনিং মিলে মোটরে কাপড় পেঁচিয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার বন্দর দক্ষিণ লক্ষ্ণণখোলার সাত্তার স্পিনিং মিলে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম (৪০) হবিগঞ্জ জেলার হবিগঞ্জ এলাকার আলাউর রহমানের স্ত্রী।
বন্দর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) নজরুল ইসলাম শ্রমিকদের বরাত দিয়ে জানান, দুপুরে কাজ করার সময় মিলের মোটরে আমেনা বেগমের পরনের কাপড় পেঁচিয়ে যায়। এতে মাথায় প্রচন্ড আঘাত পেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply