Tuesday, November 17th, 2015




বন্দর উপজেলা চেয়ারম্যান মুকুল,ভাইসচেয়ারম্যান সাইফুল উইকেট পরার সম্ভাবনা

বন্দর প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ কাউন্সিলরের পর এবার যে কোন মুহুর্তে উইকেট পরতে পারে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তথা বন্দর থানা বিএনপি’র সভাপতি আতাউর রহমান মুকুল ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম। মূলতঃ নাশকতার ফৌজদারী কার্যবিধিতে স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ১২ ধারা মোতাবেক অপরাধ সংঘটিত করায় তাদের বিরুদ্ধে বিভাগীয়ভাবে ওই সিদ্ধান্তের বিষয়টি আশংকা করা হচ্ছে। তাছাড়া সম্প্রতি একই অপরাধের দায়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ কাউন্সিলর যথাক্রমে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেনকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। ওই বরখাস্তের পর থেকেই বন্দরের বিএনপি-জামায়াত তথা ২০দলীয় জোটের ওই নেতাদ্বয়ের বিষয়ে খোঁজ-খবর নিতে শুরু করছে তাদের বিরোধী শিবিরের নেতা-কর্মী ও লোকজন। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বন্দরে জনৈক ব্যাক্তি জানান,একই অপরাধের দু’রকম সিদ্ধান্ত হতে পারেনা। অচিরেই বন্দর উপজেলা পরিষদের ২০ দলীয় জোট সমর্থিত ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে ঘোষণা আসছে। যারা সরকারের জানমালের ক্ষতি করে তারা রাষ্ট্রদ্রোহী অপরাধ সংঘটিত করেছে। রাষ্ট্রদ্রোহীদেরকে সরকারের কোন পদে বহাল রাখা বাঞ্চনীয় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category