বন্দর থানার ধামগড় ফাঁড়ি পুলিশ বাস ডাকাতি মামলায় গ্রেফতারকৃত ৩ ডাকাতকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে এনেছে। গত চারদিন আগে পুলিশ ধৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরন করেছিলেন। সোমবার আদালতে আসামিদের রিমান্ড শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত। পরে সে দিন বিকেলেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের বন্দর থানায় নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। ডাকাতরা হলো আড়াইহাজার থানার মুকুল্লদী এলাকার ইমন আলীর ছেলে শাহীনূর ওরফে শাহীন (৩৯), বন্দরের মুকফুলদী এলাকার সোনামিয়ার ছেলে দেলোয়ার হোসেন রাজা (২৫) ও ঢাকা দক্ষিনখান থানার ঘোলাটেক এলাকার নূরুমিয়ার ছেলে জাকির (৪০)।
Leave a Reply