বন্দর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জে বন্দর থানার সোনাকান্দা চৌধূরীপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে প্রাণ গেল অবুঝ শিশু শাহীমের। তাকে দ্রুত হাসপাতে নিয়েও গেলেও শেষ পর্যন্ত বাচাঁনো গেলোনা ওই শিশুটিকে।
নিহত শিশু শাহিম ইসলাম (১) বন্দর থানার সোনাকান্দা চৌধূরীপাড়া এলাকার যুবলীগ নেতা আশ্রাফ হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজ বাড়ীতে মার্বেল নিয়ে খেলা করছিল শিশু শাহিম। হঠাৎ ৩টি র্মাবেল শিশুটি খেয়ে ফেলে। পরে তার পরিবার বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সে সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু শাহিম ইসলামকে মৃত ঘোষনা করেন। অপর দিকে শিশু শাহিমের বাবা আশরাফ হোসেন বলেন, সবার অলক্ষ্যে শাহিম ৩টি মার্বেল গিলে ফেলে এবং শ্বাস রুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই। এদিকে শিশু শাহিম ইসলামের মৃত্যুর ঘটনায় সোনাকান্দা চৌধূরীপাড়া এলাকার এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
Leave a Reply