Friday, November 27th, 2015




বন্দরে ঢাকেশরী স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ec logo
বন্দর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর লক্ষনখোলায় ঢাকেশ^রী মিলস্ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হলো অভিবাভক কমিটির নির্বাচন । এই নির্বাচন সকাল ১০ টা হতে শুরু হয়ে একটানা ৪ টা পর্যন্ত ভোটগ্রহন শেষ হয় । নির্বাচনে কলেজ শাখায় বিনাপ্রতিদ্বন্দিতায় মোজাম্মেল হক ও মোফাজ্জেল হোসেন জনু নির্বাচিত হয়েছেন । প্রাথমিক ও মাধ্যমিক শাখায় সংরক্ষিত মহিলা সহ ৯ জন প্রতিদ্বন্দিতা করেন । মাধ্যমিক শাখার প্রার্থীরা হলেন, হাজী আলীনুর প্রতীক ১,ইউসুফ ২,সোহেল ৩ । প্রাথমিক শাখায় জাহাঙ্গীর হোসেন,জাহের হোসেন ২,হাবিবুর রহমান ৩ ্ সংরক্ষিত মহিলা আসনে নাজমা বেগম ১,বিউটি বেগম ২ ও মরিয়ম বেগম ৩। এ নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন । নিরাপত্তায় কঠোর ভুমিকায় ছিলেন আইনশৃক্ষলা বাহিনীর সদস্যরা। ভোট গননা শেষে মাধ্যমিক শাখায় হাজী আলীনুর ১ নং প্রতীকে ৫১৫ ভোট,সোহেল ৩ নং প্রতীকে ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন । মাধ্যমিক শাখায় জাহাঙ্গীর আলম ৪৮ ভোট ও সংরক্ষিত আসনে বিউটি ২ নং প্রতীকে ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । নির্বাচনের ফলাফল ঘোষনার পরে বিজয়ী প্রার্থীর লোকজনেরা বিজয় মিছিল বের করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category