Friday, November 27th, 2015




বন্দরে ইউপি মেম্বার আ’লীগ নেতার বাড়িতে হামলা

057
বন্দর থানা প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জের বন্দরের মালিবাগ এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলায় চালিয়ে মুছাপুর ইউপির ২ নং ওয়ার্ড মেম্বার আওয়ামী লীগ নেতা কাদিরের বাড়ি ব্যাপক ভাংচুর, লুটপাট ও ৭ জনকে কুপিয়ে আহত করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ফাতেমা (২৮) নামে এক মহিলাকে গ্রেফতার করে। বাকি হামলাকারীরা পালিয়ে যায়। আহতরা হলো কাদির মেম্বার(৪৫), স্ত্রী হালিমা বেগম (৪০), ছেলে বিল্লাল (৩০), আত্বিয় নূরে আলম (২৫), আঃ আউয়াল (৬০), মাসুদ (১৬), গোলাপ হোসেন (৩৫)। আহতদের নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কাদির মেম্বার জানান, গত বৃহস্পতিবার বিকেলে প্রতিপক্ষ ফারুক তার জমির মাটি কেটি নিয়ে যাচ্ছিল। এতে তার ছেলে বিল্লাল ও স্ত্রী হালিমা বেগম বাধা দিলে ফারুকে লোকজন তার ছেলে ও স্ত্রীকে আটক করে রাখে। রাতে বন্দরের কামতাল তদন্ত্রকেন্দ্র পুলিশ তার ছেলে ও স্ত্রীকে উদ্ধার করে। এর জের ধরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ফারুকের নেতৃত্বে হযরত আলী, পাপ্পু, শহিদুল্লাহ, মাসুম, শাহ আলী, সাঈদ, শরীফ, ইয়াকুব, মনির, সোলেমান, এমরান, আহাদ আলী, সুমন, খোকন, শাহীন, আমজাদ, হোসেন, জসিম, শাহ আলম, আদম আলী, আহাম্মদ আলী, আরমানসহ তাদের বাড়ির মহিলাসহ দলবলে টেঁটা, রামদা, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর ও বাড়িতে প্রবেশ করে বাড়ির রোকজনদের কুপিয়েও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় হামলাকারিরা তার রোমের সকল কিছু তছনছ ও লুটপাট চালায়। বন্দর থানার ওসি নজরুল ইসলাম সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং তিনি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। কামতাল তদন্ত্রকেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গত বৃস্পতিবার রাতে কাদির মেম্বারের ছেলে ও স্ত্রীকে প্রতিপক্ষের কবল থেকে উদ্ধার করে দিয়েছি। কাদির মেম্বারের বাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। হামলার পরেই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। মামলায় বাদী কাদির মেম্বার উল্লেখ করেন, হামলাকারীরা তার বাড়িতে তান্ডব চালিয়ে তার স্ত্রী ও মেয়ের ৩০ ভরি ওজনের স্বর্ণের গহনা ও নগদ প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category