Wednesday, November 18th, 2015




ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভাইবার বন্ধ

fb ha vb mr_9705
সারাদেশে সাময়িকভাবে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির এ গুরুত্বপূর্ণ সেবাটি থেকে সারাদেশ দেড় ঘন্টা বিচ্ছিন্ন ছিল। এতে অচল হয়ে পড়ে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সেবা প্রতিষ্ঠান ও অনলাইন সংবাদমাধ্যমগুলো।

বুধবার বেলা সোয়া ১টা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। এসময় দেশের কোথায় ইন্টারনেট ব্যবহার করা যায়নি।
 এদিকে সকাল থেকে ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ভাইবার বন্ধ রাখা  হয়েছে।
বিটিআরসির একটি সূত্র জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়। এছাড়া ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটর্সআপ ও ভাইবার বন্ধ রাখা হয়েছে।
 তবে এ বিষয়ে টেলিকমিউকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ইন্টারনেট বিছিন্ন করার কোন নির্দেশ দেয়া হয়নি। আমরা শুধু সামাজিক যোগাযোগের ৪টি অ্যাপস বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
 অবশ্য ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ভাইবার কখন খুলে দেয়া হবে এ বিষয়টি নিশ্চিত করেননি তিনি।
 শাহজাহান মাহমুদ আরও বলেন, কারিগরি ক্রটির কারণে বা ভুল বোঝাবুঝি থেকে ইন্টারনেট বন্ধ হয়ে থাকতে পারে। আমরা কথা বলে ইন্টারনেট ওপেন করে দিয়েছি।
 বিটিআরসি সচিব মো. সারওয়ার আলম বলেন, ইন্টারনেট বন্ধ রাখার কোন নির্দেশনা দেয়া হয়নি।
 এর আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ, শিগগিরই তা চালু হবে।
 বুধবার বেলা সাড়ে ১১টায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ। এর মধ্য দিয়ে সাকা ও মুজাহিদের ট্রাইব্যুনাল ও আপিলের দেয়া মৃত্যুদন্ডের রায় বহাল থাকে।

এদিকে চূড়ান্ত রায়ে জামায়াত নেতা মুজাহিদের মৃত্যুদণ্ড বহালের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category