Monday, November 16th, 2015




প্রয়াত বিএনপি নেতা আক্তার হোসেন খাঁনের স্মরণে আলোচনা সভা ও দোয়া

bnp

সিটি করেসপন্ডেন্ট:  প্রয়াত মহানগর যুবদল নেতা আক্তার হোসেন খাঁন এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব ডিআইটিস্থ বিএনপি কার্যালয়ে নগর বিএনপি’র উদ্যোগে এই আলোচনা সভা ও মাহ্ফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এটিএম কামাল বলেন, বর্তমানে দেশ একটি বৈরি আবহাওয়ার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এই স্বৈরাচারী সরকার বিএনপি’র নেতাকর্মীদের নামে সাজানো মিথ্যা মামলা দিয়ে তাদের আতংকের মধ্যে রেখেছে। আজ (শনিবার) এখানে যারা এই মাহ্ফিলে এসেছে, তারা সবাই শংকায় রয়েছে যে তারা মাহ্ফিল শেষে বাড়ি ফিরতে পারবে নাকী। এই অবৈধ সরকারের নতুন কোন মিথ্যা মামলায় কারাগারে যাবে। তবে সকল ভয়কে জয় করে, দলের প্রতি ও দলের নেতাকর্মীদের প্রতি অকৃতিম ভালোবাসা রেখেই এরা এখানে এসেছে। আমরা আমাদের সহযোদ্ধা মরহুম আক্তার হোসেন খাঁন এর আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগর কৃষক দলের দপ্তর সম্পাদক আব্দুল রাজ্জাক, যুবদল নেতা শাহারিয়ার চৌধুরী ইমন, মাহাবুব খান, ছাত্রদল নেতা মাকিদ মুস্তাকিম শিপলুসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category