Thursday, December 3rd, 2015




প্রতিবন্ধীদের সমাজের উন্নয়ণের ধারায় নিয়ে আসতে হবে ॥ জেলা প্রশাসক

03শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা বলেন, প্রত্যেক পিতা-মাতাকে প্রতিবন্ধী সন্তানদের প্রতি ভাল দৃষ্টি দিতে হবে। প্রতিবন্ধীরা নিজেদের যেন কখনো অসহায় মনে না করে সেজন্য সাধারন মানুষের মত সকলকে তাদের ভালবাসতে হবে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসক সভা কক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় “একিভূতকরণঃ সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ান”। জেলা প্রশাসক আরো বলেন, প্রতিবন্ধীদের সমাজের উন্নয়ণের ধারায় নিয়ে আসতে হবে। শিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের সবচেয়ে বেশী অগ্রাধিকার দিতে হবে।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম। আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক ডা: জব্বার চিশতী, প্রদীপ দাস সহ প্রতিবন্ধী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীরা।
এর আগে সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয় ।
উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত এ দিবসটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতার প্রসার, প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদা সমুন্নতকরণ, তাদের অধিকার সুরক্ষা এবং সকল প্রতিবন্ধী ব্যাক্তির জীবনমান উন্নতির লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। এছাড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া, সাংস্কৃতিক ইত্যাদি সকল কর্মকান্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করার সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এই দিবসের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category