নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : চাঁদাবাজি মামলায় আদালতে হাজিরা দিলেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে গাজীপুর কাশিমপুর কারাগার-২ থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট অশোক দত্তের আদালতে নূর হোসেনকে আদালতে হাজির করা হলে আদালত আগামী বছরের ১১ জানুয়ারী চাঁদাবাজি মামলার চার্জ গঠন শুনানীর দিন ধার্য্য করে মামলাটি জেলা ও দায়য়া জজ আদালতে প্রেরন করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো: হাবিবুর রহমান জানান, বিগত ২০১৩ সালের ৩০ মে সিদ্ধিরগঞ্জস্থ হিরাঝিল এলাকার ব্যবসায়ী ইকবাল হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে নূর হোসেনের সহযোগীরা। এরপর ইকবাল হোসেন নূর হোসেন, তার ভাতিজা কাউন্সিলল শাহজালাল বাদলসহ ৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। পরে পুলিশ উক্ত ৬ জনের নামে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
Leave a Reply