Tuesday, November 24th, 2015




নাসিক ৮ নং ওয়ার্ডে ওয়ার্ল্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি’র সভা অনুষ্ঠিত

p3-24-11-15
নিজস্ব সংবাদদাতা,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নাসিক ৮নং ওয়ার্ড কার্যালয়ে জাইকার অর্থায়নে সিটি গভারনেন্স প্রকল্প এর আওতায় গঠিত ওয়ার্ল্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি’র আলোচনা সভা অনুষ্টিত।গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, আমি সবসময় এলাকার উন্নয়নের চিন্তা করি। এ ওয়ার্ডকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই।অনেক কাজ করেছি এবং আরো অনেক গুলো কাজ পরিকল্পনাধীন রয়েছে।যা চলতি বছরের শেষ ও আসছে বছরের প্রথমে বাস্তবায়ন করা হবে।আপনারা ধৈর্য হারাবেন না।এ ছাড়াও ওয়ার্ডের চলমান উন্নয়নের বিভিন্ন প্রকল্পের উপর এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উক্ত কমিটির কো-চেয়ারপারসন নাসিক ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেহনা পারভীন,দরিদ্র প্রতিনিধি মোঃ কাশেম,মোঃ কালাম,মোঃ জাহাঙ্গীর হোসেন স্বাধীন,নাগরিক সমাজের প্রতিনিধি নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জুলহাস ভূঁইয়া, মোঃ ইসমাইল মাদবর,কামরুজ্জামান মিলন,হাজী মোঃ সোহরাব,পেশাজীবী গ্রুপের প্রতিনিধি সাংবাদিক মোঃ জসিম উদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, মোঃ নজরুল ইসলাম,নাসিকের প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজ ও কমিউনিটি কর্মী আরিফুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category