Saturday, November 28th, 2015




নারায়নগঞ্জ শহরের মাদকের একছত্র আধীপত্য বিরাজ করছে গুরু মামুন

01

বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়নগঞ্জ শহরের মাসদইর ও গলাচিপা এলাকায় মাদকের একছত্র আধীপত্য বিরাজ করছে গুরু মামুন ।
জানা গেছে,মাদক সম্্রাট গুরু মামুন শহরের গলাচিপা,মাসদাইর,আলমাস মিয়ার বাড়ি,চেয়ারম্যান বাড়ির গলি,গোয়ালিয়া খাল সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে হিরোইন ও ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে । শহরের এতো বড় মাদক ব্যবসায়ী রয়েছে ধরা ছোয়ার বাইরে । অথচ উক্ত এলাকাগুলোতে প্রশাসন অভিযান চালিয়ে তাদের নিয়ন্ত্রিত সেলসম্যানদের আটক করছে। কিন্তু মুল অপরাধীরা ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে । মামুনের মাদক ব্যবসায়ের কারনে এই এলাকার যুব সমাজ প্রায় ধ্বংসের মুখে দাবিত হচ্ছে । তার মাদক ব্যবসায়ের সাথে জড়িয়ে নিয়েছে ছোট ছোট শিশুদেরও । তাদের দিয়ে মাদক পাচার ও ডেলিভারি দিচ্ছে এই ঘাতক মাদক ব্যবসায়ী মামুন ।
এলাকাবাসীরা জানায়,বন্দুক শাহীন ও মামুনের মত চিহ্নিীত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার না করলে এই এলাকার যুব সমাজ তথা সাধারন শান্তিতে বসবাস করতে পারবে না । এই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা গভীর রাত পর্যন্ত মাদক সেবন করে দিনের বেলায় এলাকার মেয়েদের উত্যক্ত করা নানা অসামাজিক কার্যকলাপ করে থাকে । প্রশাসন দেখেও না দেখার ভান করেছ । আনেক সময় প্রশাসনও তাদেরকে গ্রেফতার করতে ভয় পায় । কিছুদিন আগে বর্তমান এডিসি (সার্বিক) ও সাবেক সদর ইউএনও গাউছুল আজমের অভিযানে এলাকায় আতং সৃস্টি হয়েছিল । তখন তিনি বন্দুক শাহীনের ও মামুৃনের বাবাকে আটক করে ৬ মাসের কারাদন্ড দেয় । এর পরে থেকেই বন্দুক শাহীন গাঢাকা দিলেও বর্তমানে তার ছোট ভাই গুরু মামুন মাদক বিক্রি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে । আমাদের দাবী এই চিহ্নীত মাদক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’কে জানান,বর্তমানে ঐ এলাকায় পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে । বন্দুক শাহীন ও মামুনের কো অস্তিত্ব নাই ঐ এলাকায় । এখন কোন মাদকইা ঐ এলাকায় পাওয়া যায়না । তার পেরও বিষয়টি সম্পর্কে আরো গুরুত্ব দিয়ে দেখবো । মাদকের সাথে কোন আপস হবে না । সে যেই হোকনা কেন তাকে আমরা গ্রেফতার করে আইনের আওয়াতায় নিয়ে আসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category