নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় মাহিন (২০) নামে এক হোসিয়ারি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তার নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। মাহিন পাইকপাড়ার কাদরিয়া নগর এলাকার মুকদাত মিয়ার বাড়ির ভাড়াটিয়া বরিশাল বানারিপাড়া থানার মাসুম বিল্লাহের ছেলে।এ ব্যপারে সদর মডেল থানার উপ-পরিদর্শক শামীম আল মামুন লাইভ নারায়ণগঞ্জকে জানান, মাহিনের বোন মুনমুন লাশ দেখে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১‘শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর মূল কারণ এখনো জানা যায়নি। তবে দীর্ঘদিন যাবৎ মাহিনের কিডনিতে সমস্যা ছিলো। ফলে ভেবে নিয়েছিলো সে আর বাঁচবে না, এমন সন্দেহের কারণে হয়তো আত্মহত্যা করেছে বলে জানায় তার বোন মুনমুন।এ ব্যপারে সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply